বিজ্ঞাপন
কারা সূত্রে জানা যায়, শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে যেকোনো সময় মিজানুর রহমান যশোর কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে অবস্থিত কার্পেট চত্বরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে সেখানে তিনি আত্মহত্যা করেন। বিষয়টি টের পেয়ে কর্তব্যরত কারারক্ষীরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।
এ বিষয়ে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ জানান, চলতি বছরের ২৪ জুলাই একটি হত্যা মামলায় মিজানুর রহমান কারাগারে প্রবেশ করেন। তিনি মূলত কারাগারের কপোতাক্ষ-৩ ভবনে অবস্থান করতেন। তবে কৌশলে তিনি কার্পেট চত্বরের দরজা ভেঙে সেখানে প্রবেশ করেন এবং সেখানেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি নিহত কয়েদির পরিবারকে অবহিত করা হয়েছে। পরিবারের সদস্যরা কারাগারে এলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...