বিজ্ঞাপন
সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা ‘বিদ্রোহী মিলিশিয়া ও তাদের পেছনে থাকা শক্তিগুলোর ধ্বংসাত্মক মানসিকতাকেই স্পষ্টভাবে প্রকাশ করে।’ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে।
দীর্ঘদিন ধরেই সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া এই গৃহযুদ্ধ দেশটিকে ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। চলমান সংঘাতে এখন পর্যন্ত এক লাখ ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং এক কোটি ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘ এই পরিস্থিতিকে বিশ্বের ‘সবচেয়ে বড় মানবিক সংকট’ হিসেবে আখ্যা দিয়েছে।
সাম্প্রতিক সময়ে দারফুর অঞ্চলের আল-ফাশের শহরে ব্যাপক হামলা চালিয়ে হাজার হাজার মানুষ হত্যা করে আরএসএফ যোদ্ধারা। শহরটি পতনের পর দেশটিতে নতুন করে ভৌগোলিক ও রাজনৈতিক ‘বিভাজন’ আরও স্পষ্ট হয়ে উঠেছে।
বর্তমানে পশ্চিম সুদান ও দক্ষিণের কোরদোফান প্রদেশের অধিকাংশ এলাকা আরএসএফের নিয়ন্ত্রণে রয়েছে। অপরদিকে সেনাবাহিনী রাজধানী খার্তুমসহ মধ্য ও পূর্বাঞ্চল এবং রেড সি উপকূলীয় অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ ধরে রেখেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...