Logo Logo

গোবিপ্রবির ৩ বিভাগে নতুন ল্যাব ও ক্লাসরুম উদ্বোধন


Splash Image

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে ফার্মেসি, সিভিল ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার—এই তিনটি বিভাগে নতুন ল্যাব ও ক্লাসরুম চালু করা হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নবনির্মিত এসব ল্যাব ও ক্লাসরুম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের সভাপতি ড. তরিকুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অহনা আরেফিন এবং আর্কিটেকচার বিভাগের সভাপতি তানহা তাবাসসুম তিষা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলাম, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী এসএম এস্কান্দার আলীসহ সংশ্লিষ্ট দপ্তরের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, আধুনিক ও মানসম্মত ল্যাব ও ক্লাসরুম শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণামুখী শিক্ষা গ্রহণের আরও ভালো সুযোগ পাবে এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আরও গতিশীল হবে।

সংশ্লিষ্ট বিভাগগুলোর সভাপতিরা জানান, নতুন ল্যাব ও ক্লাসরুম চালু হওয়ায় শিক্ষার্থীদের পাঠদান ও গবেষণা কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে। একই সঙ্গে এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশকে আধুনিক মানে উন্নীত করবে বলে তারা আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...