বিজ্ঞাপন
দীর্ঘ ২৮ বছর পর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হতে পারি দিতে হচ্ছে নানান প্রতবন্ধকতা। কয়েক ধাপে নির্বাচন পিছিয়ে এনে ২০ জানুয়ারি ২০২৬ তারিখে শাকসু নির্বাচনের ভোট গ্রহণের কথা থাকলেও আবারও জাতীয় নির্বাচন কমিশন কর্তৃক বাধার মুখে শাকসু নির্বাচন। গতকাল পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে উৎসব মূখর পরিবেশ বিরাজ করছিলো শাবিপ্রবিতে। প্রার্থীরা নানামুখী প্রচারণায় মনোযোগ আকৃষ্ট করছিলো ভোটারদের, শিক্ষার্থীরাও তাদের প্রচারণায় সারা দিয়ে নির্বাচনী আমেজ উপভোগ করছিলো।
হঠাৎ নির্বাচনের তারিখ ঘনিয়ে আসার পর নির্বাচন বন্ধের আশঙ্কায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শিক্ষার্থীদের মধ্যে। অঅর্থনীতি বিভাগের এক শিক্ষার্থী জানায়, " আমরা ভালোই উপভোগ করছিলাম এবং ২০ তারিখে ভোট প্রদান করে ২৮ বছর পর ক্যাম্পাসে আমাদের ভয়েস রেইজ করার মতো একটা বডি গঠন করতে চাচ্ছিলাম। কিন্তু বারবার এভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করে আমাদের মনোবল দুর্বল করে দেয়া হচ্ছে, এখন নির্বাচন নিয়ে আগ্রহ কমে যাচ্ছে, আমরা আসলে হতাশ। "
নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করা একজন প্রার্থী জানান, " রাত ১১ টা পর্যন্ত আমি বিভিন্ন মেসে মেসে গিয়ে শিক্ষার্থীদের কাছে পৌছানোর চেষ্টা করেছি, এখন নির্বাচন বন্ধের ঘোষণা আমাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। আমাদের সময়,অর্থ এগুলোর মূল্য নেই প্রশাসনের কাছে?"
নির্বাচন বন্ধের ঘোষণার পর পর বিভিন্ন স্লোগান নিয়ে শিক্ষার্থীরা এবং প্রার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আইআইসিটি বিল্ডিংয়ের সামনে জড়ো হয় এবং গভীর রাত পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যান। তাদের দাবী ২০ তারিখেই শাকসু নির্বাচন হতে হবে,প্রয়োজনে কঠোর কর্মসূচি নিবেন।
তবে আজ ১৩ জানুয়ারি ভোর ৫ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে নির্বাচন কমিশন এবং শিক্ষার্থীদের জরুরি মিটিংয়ে শিক্ষার্থীদের পক্ষে থাকার আশ্বাস দেয়া হয়। এবং বিকেল ৫ টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা বলা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...