বিজ্ঞাপন
পালিয়ে যাওয়া আসামির নাম রিয়াজুল ইসলাম হৃদয় (২৫)। তিনি রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের দানা মিয়ার ছেলে এবং রায়পুরা থানার একটি অটোরিকশা চুরির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।
নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক মো. সাইরুল ইসলাম জানান, ঘটনার সময় আদালতের এজলাসে লোডশেডিং চলছিল। অন্ধকারের সুযোগে রিয়াজুল ইসলাম কাঠগড়ায় অবস্থানরত অবস্থায় কৌশলে হ্যান্ডকাপ খুলে পালিয়ে যায়।
ঘটনার পরপরই আদালত চত্বর ও আশপাশের এলাকায় পুলিশ তল্লাশি চালায়। কোর্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশের একাধিক দল পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে।
পরিদর্শক সাইরুল ইসলাম আরও জানান, আসামির বিরুদ্ধে মামলা চলমান রয়েছে এবং তার পলায়নের ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি নিরাপত্তা সংস্থাগুলোকেও অবহিত করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...