Logo Logo

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) কর্তৃক ১৬ হাজার পিস ইয়াবাসহ আটক ০১


Splash Image

বর্ডার গার্ড বাংলাদেশ এর কক্সবাজার রিজিয়নের, রামু সেক্টরের অধীন, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সদা জাগ্রত অতন্দ্র প্রহরী থেকে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালন করছে।


বিজ্ঞাপন


রামু ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বেসামরিক পরিমণ্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২০ জুলাই ২০২৫ তারিখ রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীন মরিচ্যা যৌথ চেকপোস্ট কর্তৃক অভিযান পরিচালনা করে ১৬ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ ০১ জন আসামি আটক করতে সক্ষম হয়েছে।

অদ্য ২০ জুলাই ২০২৫ তারিখ দুপুর ১.৩০ ঘটিকায় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীন মরিচ্যা যৌথ চেকপোষ্টে তল্লাশীকালীন মরিচ্যা হতে কক্সবাজারগামী একটি সিএনজি থামানো হয়।

এসময় সিএনজি চালক কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়ন এর পশ্চিম হলদিয়া পালং এলাকার রশিদ আহমেদ এর পুত্র মোঃ মোবারক (২৩) এবং পলাতক মোঃ জালাল (২৬) সন্দেহ করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্বীকার করে। পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করে সিএনজি চালকের সিটের নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পালাতক আসামি মোঃ জালাল একজন(ইয়াবা চালানকারী এবং সিএনজি’র মালিক) সে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ঝিমন খালি গ্রামের বাসিন্দা বলে জানা যায়।

অধিনায়ক, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

-মোহাম্মদ শাহজাহান, রামু উপজেলা প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...