ছবি- ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুই নারীর আটক
বিজ্ঞাপন
২৫ জুলাই ২০২৫ ইং তারিখে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) মরিচ্যা যৌথ চেকপোস্টের বিশেষ টহলদল একটি সফল অভিযান পরিচালনা করে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে। এই অভিযান পরিচালিত হয় গোয়ালিয়া চেকপোস্টে, যেখানে সন্দেহভাজন একটি ইজিবাইক আটক করা হয়।
আটক করা যাত্রীদের মধ্যে তৈয়বা আক্তার (৩৯), বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানার তুলাতলী গ্রামের বাসিন্দা, এবং এফডিএমএন দিলবার খাতুন (৩২), কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা পাচারের অভিযোগ অস্বীকার করেন। তবে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালানোর পর তাদের শরীরের সঙ্গে বিশেষভাবে লুকানো অবস্থায় ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ, বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানানো হয়েছে যে এই অভিযানটি মাদক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এ বিষয়ে বিজিবি সদস্যরা বলেছেন, "মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।
-মোহাম্মদ শাহজাহান রামু উপজেলা প্রতিনিধি
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...