আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেন। ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বিভাগের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এর আগে ২০১৪ সালের ২৪ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিল। বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন এবং বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনালের রায়ে বলা হয়েছিল, ১৯৭১ সালে মোবারক হোসেন ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার বাহিনীর অন্যতম সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে আনা মোট পাঁচটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগ ট্রাইব্যুনালে প্রমাণিত হয়। একটিতে তাকে মৃত্যুদণ্ড এবং অপরটিতে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছিল।
এই রায়ের বিরুদ্ধে মোবারক হোসেন আপিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর চলতি বছরের ৮ জুলাই থেকে আপিল বিভাগে মামলাটির চূড়ান্ত শুনানি শুরু হয়। শুনানি শেষে আজ তাকে সব অভিযোগ থেকে খালাস দেওয়া হয়।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...