Logo Logo

আগামী নির্বাচনে ৮০ হাজার সেনা সদস্য মোতায়েন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


Splash Image

ছবি : চ্যাটজিপিটি


বিজ্ঞাপন


স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর ৮০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হবে। তিনি বলেন, সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র‍্যাব, বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্যরাও দায়িত্বে থাকবেন।

সোমবার (১১ আগস্ট) কেরাণীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের জন্য অনুকূল। আমরা আশা করি, সব রাজনৈতিক দলের সহযোগিতায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে।”

সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যরাও নির্বাচনের মাঠে সক্রিয় থাকবেন বলে তিনি জানান।

জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে বডি ক্যামেরা থাকবে। এর মাধ্যমে ভোটের স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা দ্রুত নজরে আসবে। সরকার চায় নির্বাচনটি একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হোক এবং সেজন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

“সম্প্রতি কিছু নিরীহ ও নিরপরাধ ব্যক্তি রাজনৈতিক কারণে হয়রানির শিকার হয়েছেন। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক আছে এবং কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গত জুলাই মাসের তুলনায় এই জুলাই মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। থানায় সাধারণ মানুষের অবাধ যাতায়াত বেড়েছে এবং আনসারসহ অন্যান্য বাহিনীগুলো এখন অনেক বেশি সক্রিয়। যদিও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে এখনো কিছু বাকি আছে, তবে যে পরিস্থিতি আছে তাতে নির্বাচন সম্পন্ন করতে কোনো সমস্যা হবে না।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...