ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কলাপাড়ায় তিন গোডাউন সিলগালা, জাল ধ্বংস
বিজ্ঞাপন
পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের সুতাপট্টি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬০ লাখ টাকার অবৈধ জাল জব্দ ও তিন ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন সাদেক ও সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
এসময় তিনটি গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকার ১ হাজার ৩০০ পিস চায়না দূয়ারী জাল এবং ৪০ লাখ টাকার দুই লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো পরে ফেরিঘাট এলাকায় পুড়িয়ে ফেলা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন সাদেক বলেন,
“দেশীয় মাছ ধ্বংসকারী নিষিদ্ধ জাল বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...