Logo Logo

মনোহরদীতে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার


Splash Image

নরসিংদীর মনোহরদী থানা পুলিশের অভিযানে ০৫ লক্ষ টাকা আত্মসাতের একটি মামলায় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ছানাউল্লাহ (৬০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।


বিজ্ঞাপন


সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদী পাসপোর্ট অফিসের পাশে একটি মোটরসাইকেল এর শোরুম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সানাউল্লাহ উপজেলার নোয়াদিয়া এলাকার মৃত তারা মিয়ার ছেলে ও জেনারেল স্টীল লিঃ এর সত্ত্বাধিকারী।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দুলাল আকন্দ এর নির্দেশে ও এস আই আল ইসলামের নেতৃত্বে সঙ্গী ফোর্স নরসিংদী পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ছানাউল্লাহর বিরুদ্ধে ঢাকা মতিঝিল থানায় ০৫ লক্ষ টাকা আত্মসাতের একটি মামলা রয়েছে। এ মামলায় আদালত তাকে সাজা প্রদান করলে তিনি দীর্ঘদিন পলাতক থাকেন। পরে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দুলাল আকন্দ জানান, গ্রেফতারকৃতর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...