বিজ্ঞাপন
সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদী পাসপোর্ট অফিসের পাশে একটি মোটরসাইকেল এর শোরুম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সানাউল্লাহ উপজেলার নোয়াদিয়া এলাকার মৃত তারা মিয়ার ছেলে ও জেনারেল স্টীল লিঃ এর সত্ত্বাধিকারী।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দুলাল আকন্দ এর নির্দেশে ও এস আই আল ইসলামের নেতৃত্বে সঙ্গী ফোর্স নরসিংদী পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ছানাউল্লাহর বিরুদ্ধে ঢাকা মতিঝিল থানায় ০৫ লক্ষ টাকা আত্মসাতের একটি মামলা রয়েছে। এ মামলায় আদালত তাকে সাজা প্রদান করলে তিনি দীর্ঘদিন পলাতক থাকেন। পরে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দুলাল আকন্দ জানান, গ্রেফতারকৃতর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...