বিজ্ঞাপন
প্রাথমিক জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। সংযুক্ত আরব আমিরাতের অ্যাস্ট্রোনমি সোসাইটি এই তথ্য জানিয়েছে। তাদের হিসাব মতে, রমজান শুরুর আর মাত্র ১৩৮ দিন বাকি।
সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, রমজানের নতুন চাঁদ উদিত হবে মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, স্থানীয় সময় বিকাল ৪টা ১ মিনিটে। তবে সেদিন সূর্যাস্তের মাত্র এক মিনিটের মধ্যেই চাঁদ অস্ত যাবে। ফলে ঐ দিন চাঁদ দেখা সম্ভব নয়। এই কারণে রমজান শুরু হবে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, এমনটাই ধারণা করা হচ্ছে। অবশ্যই, চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক পর্যবেক্ষণের ওপর।
রমজানের শুরুতে আবুধাবিতে রোজার দৈর্ঘ্য থাকবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট, যা মাসের শেষে বাড়বে ১৩ ঘণ্টা ২৫ মিনিটে। দিনও ধীরে ধীরে বড় হতে থাকবে—রমজানের শুরুতে দিনের দৈর্ঘ্য হবে ১১ ঘণ্টা ৩২ মিনিট, আর শেষে পৌঁছাবে প্রায় ১২ ঘণ্টা ১২ মিনিটে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রমজানের শুরুতে আবুধাবির তাপমাত্রা থাকবে ১৬°সে. থেকে ২৮°সে. এর মধ্যে। উত্তর গোলার্ধে শীতের প্রভাব তখনও থাকবে স্পষ্ট। তবে মাসের শেষের দিকে তাপমাত্রা বেড়ে ১৯°সে. থেকে ৩২°সে. পর্যন্ত উঠতে পারে। এই সময়টাতে আবহাওয়ায় বসন্তের ছোঁয়া ও পশ্চিমা বাতাসের প্রভাব দেখা যাবে।
ইব্রাহিম আল জারওয়ান আরও জানান, রমজান মাসে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ ১৫ মিলিমিটার পর্যন্ত হতে পারে, যা এই সময়ের স্বাভাবিক মৌসুমি গড়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
রমজান মাস মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের মাস। তাই বিশ্বজুড়ে মুসলিমরা আগেভাগেই প্রস্তুতি নিতে শুরু করেন। এই প্রাথমিক তথ্য অনুযায়ী, রমজানের আগমন এবারও শীতের পরশে, শান্ত আবহাওয়ায় হতে যাচ্ছে—যা উপবাসীদের জন্য আরামদায়ক পরিবেশ বয়ে আনবে বলে ধারণা করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...