বিজ্ঞাপন
সৌদি আরব ওমরাহ যাত্রা আরও শৃঙ্খলিত, স্বচ্ছ ও নিরাপদ করতে চালু করেছে ১০টি নতুন বাধ্যতামূলক নিয়ম। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে ওমরাহ ভিসা, হোটেল বুকিং, পরিবহনসহ সব ব্যবস্থা করতে হবে সরকারি অনুমোদিত ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক অ্যাপ’ বা ‘মাসার সিস্টেম’-এর মাধ্যমে। পর্যটক ভিসায় ওমরাহ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, ভিসা আবেদনের সময়ই হোটেল বুকিং বাধ্যতামূলক। আবেদনকারীদের নুসুক বা মাসার সিস্টেমে অনুমোদিত হোটেল নির্বাচন করতে হবে, অথবা যদি কেউ আত্মীয়ের বাসায় থাকতে চান, তবে হোস্টের ইউনিফায়েড সৌদি আইডি নম্বর জমা দিতে হবে। পরিকল্পনা পরিবর্তন হলে সেই তথ্যও আপডেট করতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পর্যটক ভিসায় ওমরাহ সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিয়ম ভঙ্গ করলে তীর্থযাত্রীদের পবিত্র স্থান যেমন রিয়াজুল জান্নাহ বা মসজিদুল হারাম এলাকায় প্রবেশে বাধা দেওয়া হবে।
নতুন নিয়ম অনুযায়ী, সবাইকে এখন নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ ভিসা নিতে হবে, হয় ই-ভিসা আকারে, নয়তো অনুমোদিত এজেন্টের প্যাকেজের মাধ্যমে। ভ্রমণ সূচি ভিসা আবেদনের সময় জমা দিতে হবে এবং তা পরবর্তীতে পরিবর্তন বা স্থগিত করা যাবে না। সময়সীমা অতিক্রম করলে জরিমানার মুখে পড়তে হবে।
কিছু নির্দিষ্ট দেশের নাগরিক যেমন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা বা শেনজেন অঞ্চলের ভিসাধারীরা সৌদি আরবে আগমনের পর অন-অ্যারাইভাল ভিসা পেতে পারেন, তবে শর্ত হলো তাঁরা এর আগে অন্তত একবার ঐ দেশগুলোতে ভ্রমণ করে থাকতে হবে। এই ভিসার মেয়াদ থাকবে এক বছর।
বিমানবন্দরে পৌঁছানোর পর কর্তৃপক্ষ নুসুক বা মাসার সিস্টেমে থাকা বুকিং তথ্য যাচাই করবেন। কোনো তথ্য অনুপস্থিত বা অসঙ্গত হলে যাত্রা বাতিল বা জরিমানা করা হতে পারে।
পরিবহনের ক্ষেত্রেও কঠোর নিয়ম জারি হয়েছে। তীর্থযাত্রীরা কেবলমাত্র নুসুক অ্যাপে অনুমোদিত ট্যাক্সি, বাস বা ট্রেন ব্যবহার করতে পারবেন। সাধারণ কোনো গাড়ি ব্যবহার করলে শাস্তির মুখে পড়তে হবে।
জনপ্রিয় হারামাইন এক্সপ্রেস ট্রেন কেবল রাত ৯টা পর্যন্ত চলবে। এর পর সময়সূচির বাইরে পৌঁছাতে হলে আগেই বিকল্প পরিবহন বুক করতে হবে।
সবশেষে সতর্ক করা হয়েছে—নিয়ম ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অননুমোদিত গাড়ি ব্যবহার, অতিরিক্ত থাকা বা পরিকল্পনা ভঙ্গের ক্ষেত্রে প্রতি ব্যক্তিকে কমপক্ষে ৭৫০ সৌদি রিয়াল জরিমানা গুনতে হবে।
সৌদি সরকার জানায়, এই নতুন ব্যবস্থা ওমরাহ যাত্রীদের নিরাপত্তা, সেবা ও ব্যবস্থাপনা আরও উন্নত করবে। তবে সকল যাত্রীকে নতুন নিয়মগুলো ভালোভাবে জেনে তবেই সফর পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...