Logo Logo

আল্লাহর নাম ফোনে রাখলে গুনাহ হবে? পড়ুন বিস্তারিত ফতোয়া


Splash Image

ফোনের ওয়ালপেপারে আল্লাহ তাআলার নাম, কুরআনের আয়াত বা কাবা শরীফের ছবি ব্যবহার করা যাবে কি না—জানুন দারুল ইফতার সঠিক ইসলামী ব্যাখ্যা ও করণীয়।


বিজ্ঞাপন


বর্তমান যুগে প্রযুক্তি ও ধর্মীয় অনুশাসনের সমন্বয়ে অনেকেই জানতে চান—ফোনের ওয়ালপেপারে আল্লাহ তাআলার নাম বা কুরআনের আয়াত রাখা যাবে কি না। এ বিষয়ে ইসলামি বিশেষজ্ঞদের মতে, এমন ওয়ালপেপার রাখা জায়েজ, তবে কিছু শর্ত মানা অত্যন্ত জরুরি।

দারুল ইফতা জামিয়া উলূম ইসলামিয়া, আল্লামা মোহাম্মদ ইউসুফ বানুরি টাউনের এক ফতোয়ায় বলা হয়েছে—আল্লাহর নাম, কুরআনের আয়াত বা কাবা শরীফের ছবি ফোনের ওয়ালপেপারে রাখা বৈধ, যতক্ষণ না এর মাধ্যমে কোনো অবমাননা ঘটে।

উদাহরণস্বরূপ, মোবাইলের স্ক্রিনে আল্লাহর নাম দেখা অবস্থায় সেটি মাটিতে রাখা, পায়ের নিচে পড়ে যাওয়া, অথবা সেই অবস্থায় বাথরুমে প্রবেশ করা—এসবই অসম্মানজনক বলে গণ্য হবে। তাই এমন অবমাননার আশঙ্কা থাকলে এই ধরনের ওয়ালপেপার ব্যবহার না করাই উত্তম।

একই বিধান প্রযোজ্য হবে যদি আল্লাহর নাম বা কুরআনের আয়াতের বাংলা বা ইংরেজি অনুবাদ ওয়ালপেপারে রাখা হয়। মূল বিষয় হলো—সম্মান বজায় রাখা ও অপব্যবহার এড়িয়ে চলা।

ফতওয়াটি নম্বর 144503100989, সূত্র: দারুল ইফতা, জামিয়া উলূম ইসলামিয়া, আল্লামা মোহাম্মদ ইউসুফ বানুরি টাউন।

والله أعلم بالصواب

(আল্লাহই সর্বাধিক জানেন সঠিক কী।)

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...