বিজ্ঞাপন
সংবাদমাধ্যম গালফ নিউজ রোববার (২৬ অক্টোবর) এই খবর জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, মানসুর প্রথমবারের মতো ‘বিগ টিকিটের’ লটারি কিনেছিলেন এবং প্রথমবারই বাজিমাত করেছেন তিনি।
মানসুর আমিরাতের দুবাইয়ে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করেন এবং চার বছর ধরে সেখানেই আছেন। তার পরিবার বাংলাদেশেই থাকেন। এই লটারির টিকিটটি তিনি তার কয়েকজন কাছের বন্ধুর সঙ্গে মিলে কিনেছিলেন এবং এখন তারা সবাই এই জেতা সোনা ভাগ করে নেবেন।
সোনা জেতা মানসুর তার অনুভূতি ব্যক্ত করে বলেছেন, “আমি আমিরাতে চার বছর ধরে আছি। আজ আমি অনেক খুশি। আমি সামাজিকমাধ্যমে প্রথমে বিগ টিকিটের লটারির কথা জানতে পারি। এরপর আমার ১০ জন বন্ধুকে নিয়ে একটি গ্রুপ বানাই এবং লটারির টিকিট কিনি। আমার ভাগ্যটা দেখুন! আমি প্রথমবারের মতো টিকিট কিনেছিলাম, প্রথমবারই আমরা জিতেছি। আমরা সবাই খুবই খুশি এবং কৃতজ্ঞ।”
১০ বন্ধুর সবার সঙ্গে এই সোনা সমানভাগে ভাগ করে নেবেন জানিয়ে মানসুর আরও বলেছেন, “আমরা সোনা ভাগ করে নেওয়া এবং টিকিট কেনা অব্যাহত রাখার পরিকল্পনা করছি। এটি এমন অভিজ্ঞতা যা আমরা কখনো ভুলব না।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...