বিজ্ঞাপন
শনিবার (১ নভেম্বর) অরুয়াইল ইউনিয়নের আব্দুস সাত্তার ডিগ্রী কলেজ মাঠে এ চিকিৎসা সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে শিশু, সার্জারি, অর্থোপেডিক্স, চর্ম ও যৌনরোগ, গাইনি, মেডিসিন, ডেন্টালসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসা প্রদান করেন। পাশাপাশি ব্লাড গ্রুপ পরীক্ষা ও বিনামূল্যে ওষুধ বিতরণের ব্যবস্থা করা হয়। এতে প্রায় তিন হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি প্রার্থী, জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা মোবারক হোসাইন। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের সেক্রেটারি আমিনুল ইসলাম এবং দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান।
সরাইল উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান জাবেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির এনাম খান, আশুগঞ্জ উপজেলা জামায়াতের আমির শাহজাহান ভূঁইয়া, অরুয়াইল ইউনিয়ন জামায়াতের আমির ইসমাইল হোসেন, পাকশিমুল ইউনিয়ন জামায়াতের আমির আতা উল্লাহ বুখারী, জামায়াত নেতা ডা. সানা উল্লাহ, মাও. মোহাম্মদ আলী, মাও. নুরুল আমীন, মাও. ফজলুর রহমান ও মাও. খলিলুর রহমান প্রমুখ।
সকাল ১১টায় ক্যাম্পের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে চিকিৎসা প্রদান ও সেবামূলক আয়োজন। স্থানীয় জনসাধারণ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...