Logo Logo

বৈষম্যবিরোধী আন্দোলনের ৫ মামলায় সাবেক মেয়র আইভীর জামিন


Splash Image

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।


বিজ্ঞাপন


রোববার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতের রায়ে আইভীর আইনজীবীরা সন্তোষ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, গত ৯ মে শহরের পশ্চিম দেওভোগে নিজ বাসভবন থেকে সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর পর ২৭ মে আইভীকে ওই মামলায় দুই দিনের রিমান্ড শেষে আবারও কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আইনি সূত্র জানায়, জামিনের ফলে এখন কারামুক্তির প্রক্রিয়া সম্পন্ন হলেই তিনি মুক্তি পাবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...