Logo Logo

নিষিদ্ধ সংগঠন আ'লীগের সাথে সংঘর্ষে শিবচর উপজেলা বিএনপি'র ১০ জন আহত


Splash Image

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ছিলো নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আ'লীগের ডাকা লক ডাউন। ভোর হতেই ফরিদপুরের ভাংগার পুলিয়া অংশের মহাসড়ক এবং শরীয়তপুর-শিবচর সীমানার নাওডোবা অংশে চলে সন্ত্রাসী কর্মকান্ড।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ছিলো নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আ'লীগের ডাকা লক ডাউন। ভোর হতেই ফরিদপুরের ভাংগার পুলিয়া অংশের মহাসড়ক এবং শরীয়তপুর-শিবচর সীমানার নাওডোবা অংশে চলে সন্ত্রাসী কর্মকান্ড। নাওডোবা অংশে নাশকতা ঠেকাতে গেলে আহত হয় শিবচর উপজেলা বিএনপি'র একাধিক কর্মী। নিষিদ্ধ সংগঠনের কর্মীদের ছোড়া প্রায় ২০ টি ককটেলে আহত হয় প্রায় ১০ জন। গুরুতর অবস্থায় আহতদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনা সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৬ টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরীয়তপুর- শিবচর এর সীমান্ত এলাকা নাওডোবায় নিষিদ্ধ আ'লীগের কয়েক শত কর্মী রাস্তায় নাশকতা চালায়। এ সময় তারা একটি ট্রাকে আগুন দেয়। খবর পেয়ে শিবচর উপজেলা বিএনপির নেতা কর্মী দ্রুত সেখানে উপস্থিত হয়। এ সময় তাদের উপর কয়েক দফা ককটেল ও হাত বোমা ছুড়ে মারা হয়। এতে ঘটনাস্থলে কয়েকজন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সাজু মোল্লা, জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হাওলাদার, উপজেলা যুবদল নেতা রনি বেপারী, ছাত্রদল নেতা ইমন বেপারী, মাদবরচর ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি শাহজাহান মোল্লা প্রমুখ। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, প্রায় ২০ টি ককটেল বোমা ছোড়া হয় এবং এতে বিএনপির ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে গুরুতর আহতদের ঢাকা প্রেরণ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ, র‍্যাব, প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশের টহল অব্যাহত আছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...