ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
সিইসি দুপুর ২টার আগে সরাসরি নির্বাচন কমিশন থেকে সুপ্রিম কোর্টে পৌঁছান। সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন সিইসিরা। তবে আজ সিইসি একাই এসেছেন তার সচিবকে নিয়ে।
বৈঠকে সীমানাসংক্রান্ত মামলা, প্রতীক বরাদ্দ, প্রার্থিতা পুনর্বহাল সংক্রান্ত রিট এবং তফসিল ঘোষণার পর কোনো আইনি বাধা যেন নির্বাচনী কার্যক্রমকে ব্যাহত না করে তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া নির্বাচন পরিচালনার সময় বিচারকদের ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালন সংক্রান্ত বিষয়ও বৈঠকে আলোচিত হবে।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার প্রাক্কালে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে রেকর্ড করা হবে। এরপরই রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ এবং তফসিল ঘোষণা কার্যক্রমের প্রস্তুতি সম্পন্ন হবে।
নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে প্রস্তুতি অবহিত করেছে এবং সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছে। চলতি সপ্তাহের মধ্যে ভোটের জন্য ফেব্রুয়ারির প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
সাক্ষাতের জন্য মঙ্গলবার দুপুর সোয়া ১টায় নির্বাচন ভবন থেকে সিইসি বের হন। সীমানা নির্ধারণ সংক্রান্ত রিট ও প্রতীক বরাদ্দের পর প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়গুলোও বৈঠকে আলোচিত হতে পারে। সবশেষে, সিইসিও প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের রেওয়াজ যথাযথভাবে বজায় রেখেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...