Logo Logo

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় আরও ৯ জন গ্রেপ্তার


Splash Image

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় জড়িত অভিযোগে আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

এর আগে সোমবার একই ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এখন পর্যন্ত সহিংসতায় সরাসরি জড়িত ৩১ জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, থানা পুলিশ, ডিবি, সিটিটিসি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করতে সমন্বিতভাবে কাজ করছে।

রাজনৈতিক প্রভাবের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, "আমাদের মূল লক্ষ্য রাজনৈতিক সম্পৃক্ততা খোঁজা নয়, বরং দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে প্রচলিত বিচারব্যবস্থার মাধ্যমে শাস্তি নিশ্চিত করা। অপরাধী যে দলেরই হোক বা যে মতাদর্শেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।"

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুধু মাঠপর্যায়ের সহিংসতা নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি ও সহিংসতা ছড়ানোর সাথে জড়িতদেরও আইনের আওতায় আনা হবে। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে ডিএমপি।

একই সাথে গুজব ও অপপ্রচার রোধে গণমাধ্যমসহ সমাজের সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...